আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানের কাছে ধরাশয়ী হয়েছে ক্যামেরুন। শুক্রবার উজবেকিস্তান ২-০ ব্যবধানে ক্যামেরুনকে হারিয়েছে।
আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে ক্যামেরুন।
অথচ ক’দিন আগেই দলটির কাপ্তান বলেছিলেন তার দল ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকেও ভয় পায় না।
ফিফাকে দেওয়া সেই সাক্ষাৎকারে ক্যামেরুন কাপ্তান আবুবকর বলেছিলেন, ‘বিশ্বকাপ হলো সুন্দর ও আবেগের এক টুর্নামেন্ট। ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়াকে নিয়ে কঠিন গ্রুপে রয়েছি আমরা। ব্রাজিলকে ভয় পাই না আমরা। কারণ, বর্তমান দলটি আগের মতো নয়। ’
ব্রাজিল দলে সমন্বয়ের ঘাটতি দেখেন আবুবকর, ‘এটা সত্যি যে তাদের কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে; কিন্তু একটা টুর্নামেন্টে অনেকদূর যেতে দলগত পারফরম্যান্স লাগে। বড় বড় তারকা আছে কিন্তু একতা নেই, এমন দল কিছুই পায় না। ’
উজবেকিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা বিশ্বকাপের আগে একটা ধাক্কাও বটে।
বিডি প্রতিদিন/নাজমুল