উয়েফা নেশন্স লিগে চেনা জার্মানিকে দেখা যায়নি। উল্টো চোখে পড়েছে জার্মানদের করুণ দশা। এই আসরে ৬ ম্যাচে জয় মাত্র ১টি। ১১টি গোল করলেও হজম করতে হয়েছে ৯টি। শেষ ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র।
তারপরও জার্মানির অভিজ্ঞ ফুটবলার টমাস মুলারের দাবি, বিশ্বকাপে স্বরূপে ফিরবে জার্মানি।
তিনি বলেন, ‘আজকের ম্যাচ দিয়ে আমাদের অবস্থা বিচার করা যাবে না। আমাদের সবটুকু মনোযোগ এখন খেলা উপভোগ করায়, তাড়না ধরে রেখে এবং ঐক্যবদ্ধ থেকে বিশ্বকাপে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ায়, (বড়) টুর্নামেন্টের দল হিসেবে আমাদের যে পরিচিতি, সেটার প্রতি যেন সুবিচার করতে পারি।’
সবশেষ দুটি বড় আসরেও জার্মানরা মুখ থুবড়ে পড়েছিল। চ্যাম্পিয়ন হিসেবে গত বিশ্বকাপে গিয়ে জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তাও আবার গ্রুপের তলানিতে থেকে। সবশেষ ইউরোতে কোনোরকমে গ্রুপ পর্ব উতরাতে পারলেও তারা থমকে যায় দ্বিতীয় রাউন্ডেই। এরপর এই নেশন্স লিগের ব্যর্থতা। তাদের পারফরম্যান্সে আগের সেই ধার ও ধারাবাহিকতা দেখা যাচ্ছে না অনেক দিন ধরেই।
তবে মুলারের আত্মবিশ্বাসের কমতি নেই, তিনি বলেন, ‘হয়তো বাইরে থেকে সমালোচনা চলবে, হয়তো নয়… জানি না…এসব নিয়ে মাথাব্যথাও নেই। কোথায় কী লেখা হচ্ছে, এসব পাত্তা দিচ্ছি না। বিশ্বকাপে আমরা নিজেদের ভালো অবস্থায় নিয়ে যাব, সবটুকু দিয়ে খেলব। তার পর দেখা যাবে, ফলাফল কেমন হয়।’
২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির বিশ্বকাপ। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী স্পেন ও কোস্টারিকা।
বিডি প্রতিদিন/নাজমুল