দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। আমিরাত অধিনায়ক টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।
একাদশে বাদ পড়েছেন বাঁহাতি দুই পেসার মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
এর আগে প্রথম ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে বাংলাদেশের। শেষ ওভারে গিয়ে কোনোমতে ৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল।
বাংলাদেশ একাদশ
সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
আরব আমিরাত একাদশ
আয়ান আফজাল খান, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, চিরাগ সুরি, কার্তিক মেইয়াপ্পান, সি রিজওয়ান (অধিনায়ক), সাবির আলি, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াসিম, জাওয়ার ফরিদ, জহুর খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন