৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৩৯

কেন নিউজিল্যান্ডে যাচ্ছেন না নান্নু-বাশার?

অনলাইন ডেস্ক

কেন নিউজিল্যান্ডে যাচ্ছেন না নান্নু-বাশার?

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিপিএল খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা সাকিব দলের সাথে যোগ দেবেন নিউজিল্যান্ডেই। তবে এবারের সফরে টাইগারদের সাথে থাকছেন না নির্বাচক প্যানেলের কেউ। 

মানে এই সফরে যাচ্ছেন না মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন কিংবা আব্দুর রাজ্জাক।

কেনো নির্বাচকদের কেউ তাসমান পাড়ের দেশে যাচ্ছেন না। সেউ প্রশ্নের উত্তরে বিসিবি একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ব্যয় সংকোচন নীতির কারণেই এই সিদ্ধান্ত। তাছাড়া টি-টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম দল নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন। নিউজিল্যান্ডেও এই পরীক্ষা-নিরীক্ষা চলবে। 

নিউজিল্যান্ডে না গেলেও ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে বাশার-নান্নুদের।

বিসিবি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের বিমানে টাইগারদের নিউজিল্যান্ড যাত্রা শুরু হবে। ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তারা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছাবে। ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর