জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটিতে এবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারকে। তাদের সাথে আছেন ফরাসি মিডফিল্ডার পল পগবাও।
কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২-এর ‘ওয়ারজোন ২.০’র সামনের হালনাগাদ সংস্করণে এই তিন ফুটবল তারকার চরিত্র রাখা হয়েছে।
গেমটির প্রকাশক প্রতিষ্ঠান অ্যাকটিভিশন মেসি-নেইমার-পগবার অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিতও করেছে।
তবে গেমটি কবে থেকে বাজারে আসছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কাতার বিশ্বকাপ কেন্দ্র করে অল্প কয়েকদিনের মধ্যে গেমটি ছাড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল