বদলি নামলেন ৭২তম মিনিটে। ৮৩তম মিনিটে দেখলেন প্রথম হলুদ কার্ড। ছয় মিনিট পর চোখধাঁধানো এক গোল করে উদ্দাম উদযাপনে মাতলেন অলিভিয়ে জিরুদ। তারই এক পর্যায়ে খুলে ফেললেন জার্সি। যথারীতি দেখলেন আরেকটি হলুদ কার্ড এবং হলেন মাঠ ছাড়া।
সেরি আয় শনিবার (৫ নভেম্বর) স্পেৎসিয়ার বিপক্ষে এসি মিলানের ২-১ গোলে জেতা ম্যাচে হয়েছে ওই কাণ্ড। ড্রয়ের দিকে গড়ানো ম্যাচের শেষ সময়ে সান্দ্রো তোনালির দারুণ পাস দুর্দান্ত ভলিতে জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন জিরুদ।
মুগ্ধতা ছড়ানো গোলের আনন্দে জিরুদ এতটাই আত্মহারা হয়ে পড়েছিলেন যে, বদলি নামার পর পাওয়া প্রথম হলুদ কার্ডের কথা বেমালুম ভুলে যান। স্কাই স্পোর্টসকে এই কথা বলেছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড নিজেই।
জিরুদ জানান, নিশ্চয় গোলটা ছিল খুবই চমৎকার, যার উৎস ছিল তোনালির পাস। আমরা খুব করে ম্যাচটি জিততে চেয়েছিলাম, তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ক্ষুব্ধ, কেননা, আমি প্রথম হলুদ কার্ডের বিষয়টি ভুলে গিয়েছিলাম।
বিডি-প্রতিদিন/এ এস টি