অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। এনডিটিভির খবর অনুসারে, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও এই পুরস্কারের প্রার্থী ছিলেন। কিন্তু তাদেরকে টপকে বিরাট কোহলি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর খেতাব জয় করে নিয়েছেন।
চলমান টি-টেয়েন্টি বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছেন বিরাট কোহলি। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ম্যাচজয়ী ৮২সহ তিনটি হাফ সেঞ্চুরি করেছেন।
নারী ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ঝানু খেলোয়াড় অলরাউন্ডার নিদা দার।
৩৪ বছর বয়সী বিরাট কোহলি অক্টোবরে মাত্র ৪টি ইনিংস খেলেছেন। চলমান টুর্নামেন্টে পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাকান বিরাট কোহলি।
প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিরাট কোহলি বলেন, আইসিসির অক্টোবরে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া দারুণ সম্মানের। প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল