২৪ ডিসেম্বর, ২০২২ ১২:৩৭

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে সাবেক ফুটবল কোচ

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে সাবেক ফুটবল কোচ

রোলান্ড বুচার

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রোলান্ড বুচার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলে বুচার কাজ করবেন ডেসমন্ড হেইন্সের সঙ্গে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে অপরজন হচ্ছেন প্রধান কোচ। ফিল সিমন্স পদত্যাগ করার পর আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন আন্দ্রে কোলে।

বার্বাডোজে জন্ম নেওয়া বুচার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। অবসর নেওয়ার পর বড় একটি সময় কাটিয়েছেন ফুটবল কোচ হিসেবে। কাজ করেছেন আর্সেনালে, ছিলেন সাবেক লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গেও।

বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, গত সোমবার বোর্ড পরিচালকদের সভায় নিশ্চিত হয় বুচারের নিয়োগ।

প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে বুচার ইংল্যান্ডের হয়ে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন ১৯৮০-৮১ মৌসুমে। কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে ২৭৭টি প্রথম শ্রেণি ও ২৭১টি লিস্ট এ ম্যাচ খেলার পর তিনি কোচিং শুরু করেন।

শুধু ক্রিকেট নয়, সম্পৃক্ত হন ফুটবল কোচিংয়েও। উয়েফা ‘বি’ ব্যাজধারী কোচ তিনি। ২০০০ থেকে ২০০১ পর্যন্ত বারমুডা জাতীয় ফুটবল দলের কোচও ছিলেন। ২০০৪ সালে যোগ দেন বারবাডোজে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়া পরিচালক হিসেবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর