১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:২০

হাথুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সাকিবের ‘নো কমেন্টস’

অনলাইন ডেস্ক

হাথুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সাকিবের ‘নো কমেন্টস’

সাকিব

আনুষ্ঠানিক ঘোষণা চলেই এলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে। তার সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে দুই বছরের। তার চেয়েও বড় কথা তিন ফরম্যাটেই। 

হাথুরুর আগে হেড কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডমিঙ্গো। এই দক্ষিণ আফ্রিকানকে শেষদিকে রাখা হয়নি টি-টোয়েন্টি দলের সঙ্গে। সর্বশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাড়ছে বলেও গুঞ্জন ছিল। মঙ্গলবার হেড কোচ হিসেবে নিয়োগ করা হয় হাথুরুসিংহেকে। খবরটি প্রথমে নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বিসিবিও।  

হাথুরুসিংহে ফিরলে ব্যাপারটা কেমন হবে, এ নিয়ে জল্পনা-কল্পনার কমতি নেই। এখন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। তার ভাবনা আসলে কী? মঙ্গলবার সিলেটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয়। জবাবে সাকিব বলেছেন, ‘নো কমেন্টস (কোনো মন্তব্য নেই)। ’

এর আগেও বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ওই সময় সাকিব কাজ করেছেন হাথুরুসিংহের সঙ্গে। তিনি আসলে দলের জন্য কেমন হবে? সাকিব বলছেন কেবল, ‘ঠিক আছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর