২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪০

ফিরতে পেরে দারুণ খুশি: হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

ফিরতে পেরে দারুণ খুশি: হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে (ফাইল ছবি)

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ঢাকা পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতেই ঢাকায় পা রেখেছেন সাবেক লঙ্কান এই মাস্টারমাইন্ড। 

বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। আর ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি।

হাথুরুর ফেরার উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর ত্যাগ করার সময় হাথুরুসিংহের গাড়ি থেমেছিল শেষ পর্যন্ত। সে সময় গাড়ির জানালা খুলে ভিতর থেকে হাথুরু বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে ছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছেন হাথুরু। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর