আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সে উপলক্ষে আগামী রবিবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেয়েছেন ৩২ ফুটবলার। কোচ হাভিয়ের কাবরেরাই এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আজ শনিবার ক্যাম্পের দল ঘোষণা করেন কাবরেরা। দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু।
গত ১৫ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলা কিংসের খেলোয়াড়রা যোগ দিবেন ২৫ আগস্ট। আর আগামী ২২ আগস্ট এএফসি কাপে মোহন বাগানের বিপক্ষে আবাহনীর ম্যাচ থাকায় তাদের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিবেন ২৭ অগাস্ট। এএফসি কাপের দলে না থাকা আবাহনীর বাকি খেলোয়াড়রা অবশ্য প্রস্তুতি শুরু করবেন রবিবার থেকেই।
কোচ বলেছেন, ‘সেপ্টেম্বরের ফিফা উইন্ডো এবং সামনে যে ব্যস্ত সূচি, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। শুরুতেই প্রতিপক্ষ আফগানিস্তান, এরপর এশিয়ান গেমস আছে। এরপর রয়েছে মালদ্বীপের বিপক্ষে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই। আগামীকাল থেকে এই খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি শুরু করব। এশিয়ান গেমসের দলের কিছু খেলোয়াড়ও এখানে আছে, এখন সামনের দিকে তাকিয়ে আছি। সাফে যে পারফরম্যান্স করেছি, সেটা ধরে রাখতে হবে আমাদের।’
বিডি প্রতিদিন/নাজমুল