বেশ ব্যস্ত সময়ই পার করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে গত মাসে দেশ ছেড়েছিলেন তিনি। এরপর সেখান থেকে শ্রীলঙ্কা গিয়ে খেলেন লঙ্কা প্রিমিয়ার লিগ। তারপর দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আজ মঙ্গলবার গিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায়।
সেখানে লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনির হোসেন প্রতিষ্ঠিত আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন স্বপ্ন বিশ্বকাপ আর এশিয়া কাপ নিয়ে। বাকিটা পরে দেখা যাবে।
তিনি বলেন, বরিশালবাসীসহ বাংলাদেশের সবাই আমাদের খুব সাপোর্ট করে। আগামীতে বরিশালবাসী আরও বেশি সাপোর্ট করবে। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। সেখানেও তারা তাদের সাপোর্ট অব্যাহত রাখবে এবং বাংলাদেশ টিম ভালো করবে।
সাকিব আল হাসান বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে সেভাবে মেশার সুযোগ হয় না। একজন লন্ডন প্রবাসীর আমন্ত্রণে বরিশালের গৌরনদীতে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লেগেছে। বরিশালে খুব বেশি আসা হয় না। যেহেতু এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না, ঘরোয়া ক্রিকেটও সেভাবে খেলা হয় না, স্বাভাবিকভাবেই আসার সম্ভাবনাও খুব কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লেগেছে।
এ সময় হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনির হোসেন, অভিনেতা নিরবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১০টায় বিশেষ হেলিকপ্টারযোগে গৌরনদী পাইলট হাইস্কুল মাঠে অবতরণ করেন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। এ খবর আগে জানাজানি হয়ে যাওয়ায় স্কুল মাঠসহ তার চলাচলের পথে হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাকিবকে এক নজর দেখতে ভিড় করেন। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। পরে কর্মসূচিতে অংশগ্রহণ, সাংবাদিকদের সাক্ষাৎকার প্রদানসহ আড়াই ঘণ্টা গৌরনদী অবস্থানের পর দুপুর সাড়ে ১২টায় ফের হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান গৌরনদীতে অবস্থানকালীন তার চলাচলের পথসহ ওই হাসপাতাল এলাকায় পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে। এ কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই