এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। কিন্তু বাবর আজমদের ঘিরে প্রত্যাশার পারদ ছিল চরমে। তবে তা পূরণ করতে না পারায় ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনাল—এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে হেরে যাওয়ায় কেউ দুষছেন ব্যাটিং ব্যর্থতাকে আবার কেউ বা বলছেন চাপের মুহূর্তে মাঠে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে পুরো দল।
বৃহস্পতিবার কলম্বোয় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দুই উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। ৪২ ওভারে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। ওই রান ইনিংসের শেষ বলে পৌঁছে যায় লঙ্কানরা। কুশল মেন্ডিসের ৯১, আসালাঙ্কার ৪৯ এবং সামারাবিক্রমার ৪৮ রানে চড়ে ফাইনালে শ্রীলঙ্কা।
সুপার ফোরে শুধু বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ভারতের কাছে হেরেছে ২২৮ রানে। পাকিস্তানের এভাবে বিদায় লজ্জার বলছেন সাবেক পেস বোলার শোয়েব আখতার, ‘ফেভারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না।’শহীদ আফ্রিদির প্রশ্ন, ‘আমাদের ব্যাটিং অর্ডার নির্বাচন আরও ভালো হতে পারত। আপনারা কী মনে করেন? ব্যাটিং অর্ডার সাজানো একেবারেই ভালো হয়নি।’ সাবেক অধিনায়ক রমিজ রাজাও বলেন চাপ সামলাতে পারেনি পাকিস্তান দল, ‘ভারতের বিপক্ষে হারের প্রভাব এই ম্যাচেও পড়েছে। এ রকম পরিস্থিতিতে দল আর সাবলীলভাবে খেলতে পারে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ