২২ সেপ্টেম্বর, ২০২৩ ২২:০১

চোটে তানজিম সাকিব, ডাক পেলেন হাসান

অনলাইন ডেস্ক

চোটে তানজিম সাকিব, ডাক পেলেন হাসান

এবার বিশ্রাম থেকেই হঠাৎ করে দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে দলের সাথে থাকবেন হাসান।

জানা গেছে, কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হালকা চোটে পড়েন পেসার তানজিম হাসান সাকিব। আর সে কারণেই বিকল্প হিসেবে হাসান মাহমুদকে দলে ডাকা হয়েছে। 

বিসিবি সূত্র যদিও গণমাধ্যমকে জানিয়েছে, তানজিম সাকিবের চোট খুব একটা গুরুতর নয় তাকে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। 

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে তিন পেসার হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর