২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১২

খুলনাকে ৬৫ রানে হারাল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

খুলনাকে ৬৫ রানে হারাল চট্টগ্রাম

১৯৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুটা মোটামুটি করেছিল খুলনা টাইগার্স। ওপেনার এনামুল বিজয় ৩৫ আর তিনে নামা পারভেজ হোসেন ফেরেন ৩১ রান করে। 

এরপর খুলনার আর কোনো ব্যাটারই ২০ রানের ঘরও ছুঁতে পারেনি। ফলে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় খুলনা। ৬৫ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বিজয়ের দল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শুভাগত হোম নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

এর আগে শুরুতে ব্যাট করে ওপেনার মোহাম্মদ ওয়াসিম ফিরেছিলেন ১ রানে। তবে চট্টগ্রামের হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান। পার্নেলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিনি ৬৫ বলে করেন ১১৬ রান।

এরপর ছোটোখাটো ঝড় তোলেন টম ব্রুস। ২৩ বলে ৩৬ রান করেন তিনি। রোমারিও শেফার্ড ৫ বলে করেছেন ১০ রান।

সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সের প্লে অফের দৌড়ে টিকে থাকার মিশনে আজ জয়ের জন্য চাই ১৯৩ রান।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর