পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। ২০২৪ প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনের খেলায় আজ শুটিংয়ের এই ইভেন্টে ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল।
বাছাইপর্বে রবিউল স্কোর করেছেন মাত্র ৬২৪.২, যেটা তার ব্যক্তিগত সেরা স্কোরেরও (৬২৮) ধারেকাছে নেই।
বাছাইয়ে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭। দুইয়ে থাকা আর্জেন্টিনার হুলিয়ান গুতিরেজের স্কোরও শেংয়ের সমান। এই ইভেন্টের ফাইনাল আগামীকাল।
১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে রবিউল নিজের সেরা ৬২৮ স্কোর করেছিলেন এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক বাছাইয়ে। প্যারিসে নিজেকে ছাপিয়ে যেতে পারলে সেরা আটে পৌঁছানো অসম্ভব কিছু ছিল না। কিন্তু বড় মঞ্চে বাংলাদেশের শুটাররা যে স্নায়ুচাপের কাছে হেরে যান, রবিউল যেন সেটাই প্রমাণ করলেন।
বিডি প্রতিদিন/এমআই