হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন রদ্রি। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাব ম্যানচেস্টার সিটি।
গত রবিবার আর্সেনালের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন রদ্রি। ২১তম মিনিটে কর্নার অঞ্চলে আর্সেনালের থমাস পার্টের সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার সর্বশেষ অবস্থা জানালো সিটি। তবে কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন, সে ব্যাপারে এখনও কোনো বক্তব্য দেয়নি সিটিজেনরা।
তবে কারাবো কাপে ওয়াটফোর্ডকে হারানোর পর সিটি বস পেপ গার্দিওলা জানান, দীর্ঘ সময়ের জন্যই ছিটকে গেছেন রদ্রি।
ম্যানচেস্টারে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বিশেষজ্ঞের পরামর্শ নিতে নিজ দেশ স্পেনে গেছেন রদ্রি। ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে হারানোর হতাশা লুকিয়ে রাখেননি গার্দিওলা। এই কাতালান কোচ জানিয়ে দিয়েছেন, রদ্রির কোনো বিকল্প নেই।
সিটি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে টানা ৪৮ ম্যাচে অপরাজিত রয়েছে, যার প্রতিটিতেই খেলেছেন রদ্রি। গত মৌসুমে মোট ৫টি ম্যাচ মিস করেছিলেন তিনি। যার মধ্যে ৪টিতেই হেরেছে সিটি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রি খেলেছেন, এমন ৫০টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হেরেছে তার দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ