ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। আর এই হারেই সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল আকবরদের।
অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররা।
ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ এ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেছেন ইমন।
জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে জিততে না পারলে আসর থেকে বিদায় নিতে হবে আকবরদের।
‘এ’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে আফগানিস্তান। সমান ২ ম্যাচে ২টি করে পয়েন্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার। দুই হারে টেবিলের তলানিতে হংকং।
বিডি প্রতিদিন/নাজমুল