টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
তাইজুলের স্পিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে প্রোটিয়ারা। এরই মধ্যে দলীয় ১০৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। যেখানে একাই ৫ উইকেট তুলেছেন তাইজুল।
এর আগে, সোমবার মিরপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।
বিডি প্রতিদিন/এমআই