বাংলাদেশের জার্সিতে টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে হটিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ডও এখন তার দখলে।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, 'আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে। বিষয়টা হলো- অনেকেই আছে খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া গতি নেই।'
সাকিব ইস্যুতে তাইজুল বলেছেন, 'সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের (না থাকার) কারণে যেন উইকেট পাই (হাসি)। বিষয়টা এরকম আরকি। খেলি তো আমি। আমার আক্ষেপের কিছু নেই। বড় বড় খেলোয়াড়ের সাথে খেলতে পেরে আমার ভালো লেগেছে। এটাও একটা আনন্দের বিষয়।'
তাইজুল আরও বলেছেন, 'তাদের সাথে অনেক কিছু শেয়ার করা, যাদের অভিজ্ঞতা আছে, তামিম ভাই সাকিব ভাই মুশফিক ভাই, রিয়াদ ভাইও ছিল। যারাই ছিল, আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না। তবে ডিসকাশন করলে অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমি ঐ জিনিসগুলো করার চেষ্টা করি আরকি। হয়ত আমি না নিতে পারলেও একজন জুনিয়রকে শেখাতে পারব। এজন্যও শিখে রাখাটা ভালো।'
সাকিবের কারণে অনেকটা আড়ালে থাকতেন তাইজুল। কখনো কখনো একাদশে জায়গাও হারাতে হতো তাকে। সাকিবের জন্য কি নিজেকে বঞ্চিত ভাবেন তাইজুল? তার অবসর কি তাইজুলের জন্য স্বস্তিদায়ক? এমন প্রশ্নে অস্বস্তিতে পড়া তাইজুল বলেন, 'বঞ্চিত বলতে… আপনার প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেল। বঞ্চিতর কিছু নেই। বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তারা খেলার সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ… সামনে দেখি ভালো কিছু হয় নাকি।'
বিডি প্রতিদিন/নাজমুল