তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশ নারীদের আগমন উপলক্ষ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজটি আইসিসির নারী চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অন্তর্গত।
আগামী ২২ নভেম্বর ঢাকায় আসবেন আইরিশ নারীরা। এরপর ২৭ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ৩০ নভেম্বর দ্বিতীয় ও ২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর দ্বিতীয় ও ৯ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো সকাল ১০টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া আর বলার মতো সাফল্য পায়নি টাইগ্রেসরা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। অবশ্য বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিডি প্রতিদিন/ইই