অবশেষে থামলেন যশস্বী জয়সওয়াল। ১৬১ রানে থেমে গেল তরুণ তারকার দুর্দান্ত ইনিংস। মার্শের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী। ২৯৭ বলে ১৫টি চার ও তিন ছক্কায় ১৬১ করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ উইকেটে ৩৫৯ রান করেছে বুমরাহবাহিনী। ভারতের লিড এখন ৪০৫ রান। বিরাট কোহলি ৪০ ও ওয়াশিংটন সুন্দর ১৪ রানে ব্যাট করছেন।
অবিশ্বাস্য! এমনভাবেও ক্যামব্যাক করা যায়, ভারতের খেলা না দেখলে ক্রিকেটপ্রেমীদের সেই অভিজ্ঞতা হতো না। পার্থে যে উইকেটে প্রথম দিনে পড়লো ১৭ উইকেট, সেই পিচেই বোলারদের তুলোধুনে করলেন ২২ বছর বয়সী তরুণ যশস্বী জয়সওয়াল।
বর্ডার-গাভাস্কার সিরিজের শুরুটা ছিল পেস বোলিংয়ের মুগ্ধতা। আর দ্বিতীয় দিনে দর্শকদের বিনোদন দিয়েছেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রানের বন্যা বইয়ে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন তারা। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২০১ রান করেন জয়সওয়াল ও রাহুল। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন। সেই রেকর্ড জুটি টপকে এখন শীর্ষস্থান দখল করেছেন জয়সওয়াল ও রাহুল।
ভারতীয় একাদশ:
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ:
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
বিডি প্রতিদিন/নাজিম