পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১০৪ রানে। ৪৬ রানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে রান পাহাড় গড়েছেন ভারতীয় ব্যাটাররা। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের রেকর্ডের দিনে ৫৩৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকদের সামনে এখন রান পাহাড়।
দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার করতে হবে ৫৩৪ রান।
ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ বিরাট কোহলি সেঞ্চুরি করার পরই তুলে নেন। এতে ১৪৩ বলে ১০০ রান করে কোহলি ও ৩৮ রানে অপরাজিত ছিলেন নিতিশ কুমার রেড্ডি।
কোহলির আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সওয়ালও। ১৬১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাহুল। খেলেছেন ৭৭ রানের ইনিংস।
জয়ের জন্য ৫৩৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে এর আগে কেউ জেতেনি। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ৫৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুই উইকেট লাভ করেন বুমরা ও সিরাজ নেন এক উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত