মার্নাস লাবুশেনকে ডিপ ফাইন লেগ দিয়ে খেললেন ভিরাট কোহলি। চার হয়েছে কিনা শুরুতে বুঝতে পারেননি তিনি। আম্পায়ার বাউন্ডারির ঘোষণা দিতেই তার মুখে দেখা গেল চওড়া হাসি। দীর্ঘ দিনের অপেক্ষা শেষে সেঞ্চুরি বলে কথা! যেন পরম স্বস্তিতে দুই হাতে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।
টানা ব্যর্থতার ধারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসেও ৫ রানে আউট হয়ে যান কোহলি। ঘুরে দাঁড়িয়ে পার্থে ম্যাচের তৃতীয় দিন রবিবার উপহার দিলেন দারুণ এই শতক; ২ ছক্কা ও ৮ চারে ১৪৩ বলের ইনিংসে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
কোহলি সেঞ্চুরি ছোঁয়ার পরই ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। স্বাগতিকদের সামনে ছুড়ে দেয় ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য।
টেস্টে দীর্ঘ ১৬ মাস পর সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি। এর আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে সবশেষ তিন অঙ্কের দেখা তিনি পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১২১ রানের ইনিংস।
বিডি প্রতিদিন/এমএস