অবশেষে সব অপেক্ষার পালা শেষ হলো। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম আয়োজন। তার আগে দেখে নিন আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ১০ জন ক্রিকেটার কারা।
চলতি মেগা নিলামের আগে পর্যন্ত আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক। ২০২৪-এর মিনি নিলাম থেকে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। অজি তারকাকে ২০২৪-এর মিনি নিলাম থেকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন স্যাম কারেন। ব্রিটিশ তারকাকে ২০২৩-এর নিলাম থেকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস।
আইপিএল নিলামের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন ক্যামেরন গ্রিন। অজি তারকাকে ২০২৩-এর আইপিএল নিলাম থেকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএল নিলামের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন বেন স্টোকস। ব্রিটিশ তারকাকে ২০২৩-এর নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
ক্রিস মরিসকে ২০২১-এর আইপিএল নিলাম থেকে বিপুল অর্থে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেবছর প্রোটিয়া তারকার দাম ওঠে ১৬ কোটি ২৫ লাখ রুপি।
যুবরাজ সিং ২০১৫ আইপিএল নিলামের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন। সেবছর যুবিকে ১৬ কোটি রুপির বিপুল অঙ্কে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
নিকোলাস পুরানও একদা যুবরাজ সিংয়ের মতো আইপিএল নিলামে ১৬ কোটি রুপি দাম পান। ক্যারিবিয়ান তারকাকে ২০২৩ আইপিএল নিলামে এমন মোটা অঙ্কে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
২০২২ আইপিএল নিলামের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন ইশান কিষান। ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারকে সেবছর ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় মুম্ইো ইন্ডিয়ান্স।
আইপিএল নিলামের ইতিহাসে সব থেকে দামি ১০ জন ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২১ আইপিএল নিলামে ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় আরসিবি।
বিডি-প্রতিদিন/বাজিত