ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়াল পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড আজ ভেঙেছেন শ্রেয়াস আইয়ার। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতে কলকাতা। তবে এবার আর তাকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজকের মেগা নিলামে শ্রেয়াসকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
গতবারের স্কোয়াড থেকে মাত্র দুইজন ক্রিকেটারকে রিটেইন করেছিল পাঞ্জাব। ফলে এবারের নিলাম থেকে নতুন ক্রিকেটারদের দলে ভেড়াতে পাঞ্জাবের অর্থাভাব ছিল না। মেগা নিলামের নিয়ম অনুযায়ী, স্কোয়াড সাজাতে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি (প্রায় ১৭০ কোটি টাকা) খরচ করতে পারবে। মাত্র দুজন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিংকে রেখেছে পাঞ্জাব। দুজনই আনক্যাপড (যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। প্রভসিমরানকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। ফলে পাঞ্জাব খরচ করতে পারবে ১১০.৫ কোটি ( ১৫৬ কোটি টাকা)।
বিডি প্রতিদিন/এমএস