কলকাতা নাইট রাইডার্স ২০২৫ আইপিএল নিলামে এক বড় সিদ্ধান্ত নিল। গত মৌসুমে ৮ কোটি রুপি দিয়ে রিটেইন করা ভেঙ্কটেশ আইয়ারকে এবার ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দলে নেয় তারা।
ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে তার যাত্রা শুরু করেছিলেন ২০২১ সালে, যখন কেকেআর তাকে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে কিনেছিল। সেই মৌসুমে, আইয়ার তার ব্যাটিং এবং বোলিং দক্ষতার মাধ্যমে নজর কাড়েন। ১২ ম্যাচে ৩৯০ রান করে, তিনি আইপিএলে নবাগতদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার হিসেবে আবির্ভূত হন। তার ব্যাটিং গড় ছিল ৪৩.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪১.২৮, যা তাকে কেকেআর-এর শীর্ষ ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে।
২০২২ সালের নিলামে, আইয়ারকে ৮ কোটি রুপি দিয়ে রিটেইন করে কেকেআর। সেই মৌসুমে তিনি ১৪ ম্যাচে ৩৫৮ রান করেছিলেন, কিন্তু তার গড় ছিল ২৫.৫৭, যা কিছুটা কম ছিল। তবে তার মিডল অর্ডারে অবদান এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ভালো খেলতে পারার ক্ষমতা তাকে একাধিক ম্যাচের জয়ে সাহায্য করেছিল। ২০২৩ আইপিএলে, ভেঙ্কটেশ ১২ ম্যাচে ২৫০ রান করেন, এবং তার গড় ছিল ২২.৭২।
এবারের আইপিএল নিলামে, কলকাতা নাইট রাইডার্স তার মূল্য বৃদ্ধি দেখে অবাক হয়ে ২৩.৭৫ কোটি রুপি দিয়ে তাকে কিনে নেয়। এবারের দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ হিসেবে তার সাম্প্রতিক পারফরম্যান্স, কৌশলগত ভূমিকা এবং ম্যাচ নির্ধারণকারী ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিডি প্রতিদিন/এমএস