তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুমিনুল হক। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তুষার ইমরান ও নাঈম ইসলাম এই কীর্তি গড়েছেন। তুষার ইতোমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। নাঈম এখনও খেলছেন।
অ্যান্টিগায় রবিবার ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় সেশনের শুরুতে আলজারি জোসেফকে কভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারতেই লাল বলের ক্রিকেটে মুমিনুলের ১০ হাজার রান পূরণ হয়। সবার আগে এই ক্লাবে নাম লেখানো তুষারের ৩০৭ ইনিংসে ১১ হাজার ৯৭২ রান। আর নাঈম ১০ হাজার ৬২৪ রান করেছেন ২৭৮ ইনিংস খেলে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন মুমিনুল। তবে হাফ সেঞ্চুরির পরই আউট হয়ে যান তিনি। দারুণ শুরুর পরও ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের বর্তমান রান ১০ হাজার ৫। এই রান করতে ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংস খেলেছেন তিনি। ৩৯.৭ গড়ে ২৯টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন ৪৬টি।
বিডি প্রতিদিন/এমএস