বাংলাদেশ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে সবার চোখে পড়েছিলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৬ ওভার তিন বলে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সম্ভাবনাময় একজন হিসেবে তাকে নিয়ে টুকটাক আলোচনা ছিল ক্রিকেট বিশ্বে। তবে নিজের আগমণী বার্তা তিনি সত্যিকার অর্থে সরবে ছড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশকে বিধ্বস্ত করে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনের নিলামে আফগান এই ক্রিকেটার ৭৫ লাখ বেস প্রাইসে নিলামে উঠেছিলেন। যেখানে রীতিমতো লাড়াই চলে বেশ। সম্প্রতি বাংলাদেশে বিপক্ষে সিরিজে ত্রাস হয়ে দাঁড়ানো গাজনফারকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াইয়ে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বেস প্রাইজ ৭৫ লাখের স্পিনারকে নিতে মুম্বাই খরচ করেছে ৪ কোটি ৮০ লাখ রুপি।
গাজনফার একসময় ছিলেন পেসার। সেখান থেকে স্পিনে এসেছেন। চিরায়ত স্পিনের চেয়ে কিছুটা লম্বা রানআপ হয়ত সেখান থেকেই আসা। বলে জোর দেওয়ার ক্ষমতাটাও সহজাত। সঙ্গে একজন পারফেক্ট অফস্পিনার হয়ে উঠেছেন ভিন্ন ভিন্ন সব ডেলিভারির কল্যাণে। নামে অফস্পিনার হলেও গাজানফারকে দিয়ে চাইলে লেগস্পিনও আপনি করিয়ে নিতে পারেন অনায়াসে। ক্যারম বল, ব্যাক স্পিন, গুগলি ছাড়াও বল দুই দিকেই ইচ্ছেমতো বাঁক খাওয়াতে পারেন। উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চির এই স্পিনারের কব্জির জোরটাও অসাধারণ।
২০০৬ সালে জন্ম নেয়া গাজানফারের শুরুটা উপমহাদেশের বাকিদের মতোই টেনিস বল থেকে।
এদিকে, নিলামের প্রথম দিনে মোট ৭২ জন খেলোয়াড় দল পেয়েছেন। তাদের জন্য মোট ৪৬৭.৯৫ কোটি রুপি খরচ করেছে দলগুলো। অবিক্রিত রয়ে গেছেন ১২ জন।
প্রথম দিনই রেকর্ড তৈরি করে ফেলেছেন রিশাভ পান্ত। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ২৭ কোটি রুপিতে তাকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
বিডি প্রতিদিন/নাজিম