আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম ছিল। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজুর রহমানের নাম। টাইগার এই পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি সাবেক দল চেন্নাই সুপার কিংসসহ কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম।
বিগ ব্যাশে দল পাওয়া টাইগার এই লেগ স্পিনারকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না। নিলামে ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।
নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিক্রিত থেকেছেন। শেষমেশ দল পেলেন না রিশাদ হোসেনও।
বিডি প্রতিদিন/আশিক