আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য কিছুটা হতাশারই ছিল। মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম উঠেছিল নিলামে। কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের দুই তারকার জন্য। এরপর তাওহীদ হৃদয়, লিটন দাস এবং তাসকিন আহমেদকে নিলামেই ডাক হয়নি। একই ভাগ্য সাকিব আল হাসানের জন্য।
আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব। তাকেই তোলা হলো না নিলামে। এরপরেই ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনিও ব্যর্থ আইপিএলের দলগুলোর আগ্রহ জন্মাতে।
সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।
বিডি প্রতিদিন/এমএস