বাংলাদেশ থেকে নিলামে নাম দিয়েছিলেন ১২জন। তাদের মধ্য থেকে এখনও পর্যন্ত দুইজনকে নিলামের টেবিলে তোলা হয়েছে। এ দুজনের কেউই দল পাননি। অন্যদিকে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের সেট পার হয়ে গেলেও তাদের নাম নিলামে তোলা হয়নি। অর্থ্যাৎ এই দুজনের দল পাওয়ার আর সম্ভাবনা নেই।
সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।
নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিক্রিত থেকেছেন। দল পেলেন না আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
বিডি প্রতিদিন/আশিক