ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে ইতিহাস লিখলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার এ পেসার। ৬/৬৪—তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৫২ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।
সকালে উইকেটের আদ্রতা আর নতুন বলের চকচকে অবস্থাটা কাজে লাগাতে তৃতীয় দিনে আর ব্যাট করতে নামেনি আগের দিন ৯ উইকেটে ২৬৯ রান করা বাংলাদেশ। কৌশলটা কাজে লেগেছে। মধ্যাহ্ন বিরতির আগেই তাসকিন দুটো ও শরিফুল ইসলাম ১ উইকেট তুলে নেন। বিরতির পর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তাসকিন, সঙ্গে হাত লাগান মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামও। তাতেই ৪৬.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।
মধ্যাহ্ন বিরতির আগে দ্রুত ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ খানিকটা আশা দেখছিল কেভম হজ আর আলিক অ্যাথানজের ব্যাটে। এই দুজন চতুর্থ উইকেটে যোগ করেন ৫০ রান। জুটিটা ভাঙ্গেন তাসকিন, হজকে বাধ্য করেন লিটনের হাতে ক্যাচ দিতে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করেন তাসকিন। জশুয়া ডি সিলভাও হাসান মুরাদের দারুণ ক্যাচের শিকার হয়েছেন তাইজুলের বলে। আগের ইনিংসে প্রতিরোধ গড়া কেমার রোচও ১২ রানে তাসকিনের শিকার। তাকে বোল্ড করেই ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসের ইতি টেনেছেন তাসকিন। এরপর ইনিংস বিরতি এবং চা বিরতি শেষে শুরু হয়েছে বাংলাদেশের ইনিংস। তাসকিন ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ