২০১৭ সালে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলছেন মোহামেদ সালাহ। এই ক্লাবটির সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাত মাস। লম্বা সময় ধরে থাকা এই তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে ভীষণ হতাশ মিশরীয় ফরোয়ার্ড।
এই মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। চলতি মৌসুম পর্যন্তই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে চুক্তি আছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের।
লিগে রবিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি করেন জোড়া গোল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া তারকা ওই ম্যাচ শেষে কিছুটা অভিমানের সুরেই বলেন, 'আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।' চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ কি-না, জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই, হ্যাঁ।'
তবে সালাহর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি লিভারপুল।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সালাহর (১০) চেয়ে বেশি গোল করেছেন কেবল ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড (১২)। ২০২২ সালে লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ান তিনি।
বিডি প্রতিদিন/এমএস