কোচ নুরি শাহিনের কোচিংয়ে মৌসুমটা মোটেও ভালো যাচ্ছিল না বরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান বুন্দেসলিগায় প্রতি বছর শিরোপা রেসে থাকা দলটি এবার পয়েন্ট তালিকার ১০ নম্বরে! এর মধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত রাতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বোলোনিয়ার কাছে হেরে গেছে দলটি। এ নিয়ে টানা চার ম্যাচ হারের স্বাদ পায় ডর্টমুন্ড। আর তাতেই কোচ নুরি শাহিনকে বরখাস্ত করেছে দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়োলোরা।
অবশ্য নুরি শাহিন বরখাস্ত হতে পারেন, এমন গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। টানা ব্যর্থতায় তার ওপর আর ভরসা রাখতে পারছিল না ডর্টমুন্ড। শেষ পর্যন্ত সাত মাসেই থেমে গেল শাহিনের পথচলা।
গত বছরের জুনে নিজেদের সাবেক এই মিডফিল্ডারকে কোচিংয়ের দায়িত্বভার দেয় ডর্টমুন্ড। কিন্তু এ মৌসুমে এতটাই বিবর্ণ পারফরম্যান্স যে, এক বছরের মেয়াদটাই শেষ করতে পারলেন না শাহিন।
শাহীনের অধীনে ২৭ ম্যাচ খেলে ১২ জয়ের বিপরীতে ১১ ম্যাচ হেরেছে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের রানার্স-আপরা।
বাকি ৪ ম্যাচ হয়েছে ড্র। কিন্তু এবার ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। অন্যদিকে, বুন্দেসলিগায় পজিশনটা আরো বাজে। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।
বিডি প্রতিদিন/কেএ