নির্ধারিত সময়েও নিজেদের ঐতিহাসিক ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতে পারছে না বার্সেলোনা। ফলে আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পের ট্রফির ম্যাচটি আয়োজিত হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
শুক্রবার কাতালান ক্লাবটি জানিয়েছে, কিছু অনুমতি সংক্রান্ত জটিলতায় ক্যাম্প ন্যুয়ে ফেরার পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। সংস্কারকাজের পর কোমোর বিপক্ষে গাম্পের ট্রফির ম্যাচ দিয়ে স্টেডিয়ামটিতে ফেরার কথা ছিল তাদের। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় এখনো অনিষ্পন্ন থাকায় এই সিদ্ধান্ত বদল করতে হয়েছে।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ছয় হাজার, যেখানে বার্সেলোনার নারী দল নিয়মিত খেলছে। ২০২৩ সালের মে মাসে সর্বশেষ কাম্প নউয়ে খেলেছিল বার্সেলোনা। এরপরই শুরু হয় স্টেডিয়ামের ব্যাপক সংস্কার। জার্সি ও স্টেডিয়াম স্পন্সর ‘স্পটিফাই’-এর সঙ্গে চুক্তির আওতায় কাম্প নউয়ের নাম বদলে হয়েছে ‘স্পটিফাই কাম্প নউ’।
প্রাথমিকভাবে ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুয়ে ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় একাধিকবার পিছিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত গাম্পের ট্রফিকে ঘিরে ফেরার পরিকল্পনা করেছিল ক্লাবটি। যদিও ওই ম্যাচেও দর্শকসংখ্যা সীমিত থাকত—২০ থেকে ৩০ হাজারের মধ্যে।
বর্তমানে স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে এবং ২০২৬-২৭ মৌসুমের আগে পূর্ণাঙ্গ সংস্কার শেষ হওয়ার সম্ভাবনা কম। তবে ৫০ থেকে ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। সংস্কারকাজ চলবে ম্যাচের ফাঁকে ফাঁকে।
এদিকে, আগামী লা লিগা মৌসুমে প্রথম তিনটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলবে বার্সেলোনা। যদি ক্যাম্প ন্যুয়ে গাম্পের ট্রফির ম্যাচ আয়োজন হতো, তবে সেপ্টেম্বরের শুরুতে ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার প্রথম হোম ম্যাচের আগে এক মাস সময় পেত ক্লাবটি।
সংস্কারকালে মধ্যবর্তী দুই মৌসুমে বার্সেলোনা হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। সদ্য সমাপ্ত মৌসুমে কোচ হান্সি ফ্লিকের অধীনে দলটি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম