পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এসিসি সভাপতি মহসিন নাকভি ভারতীয় বোর্ডের সেই অনুরোধে সাড়া না দেওয়ায় এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই অবস্থানে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট বোর্ডও। তবে এসব দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, বার্ষিক সভায় কোনো সিদ্ধান্ত নিতে হলে সদস্য দেশগুলোর উপস্থিতি ও মতামত অপরিহার্য। বিশেষ করে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারত, শ্রীলঙ্কার মতো প্রভাবশালী দলের অংশগ্রহণ জরুরি। ফলে এসব দেশ সভা বয়কট করলে এজিএম-এর ভবিষ্যৎ এবং কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠবে।
বৈঠকের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত সভার ভেন্যু পরিবর্তনের বিষয়ে এসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে ভারতের সরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছয় দলের এই প্রতিযোগিতার আয়োজক দেশ ভারত হলেও, এসিসি এখনো টুর্নামেন্টের সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির এই বার্ষিক সভাতেই।
বিডি-প্রতিদিন/শআ