ইংল্যান্ডে শুরু হয়েছে সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। ছয় দলের এই টুর্নামেন্টে নজর কেড়েছে এক অসাধারণ দৃশ্য। সোনাখচিত জার্সি পরে মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিরা। যাদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামির মতো সুপরিচিত তারকারা।
এই বিশেষ জার্সি তৈরি করেছে দুবাইভিত্তিক লাক্সারি ব্র্যান্ড লরেঞ্জ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রাজ করন দুগ্গাল জানিয়েছেন, জার্সিগুলোতে রয়েছে ১৮ ক্যারেট সোনার কাজ এবং এগুলো তৈরি হয়েছে ৩০, ২০ ও ১০ গ্রাম সোনার তিনটি সংস্করণে। তিনি বলেন, 'এই জার্সি কেবল একটি ক্রীড়াপোশাক নয়, বরং এটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঐতিহ্য, সাংস্কৃতিক গর্ব ও কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধার এক পরিধানযোগ্য প্রতীক।'
উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগের পেছনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের মালিক প্রতিষ্ঠান চ্যানেল২ করপোরেশনের চেয়ারম্যান অজয় শেঠি। তিনি বলেন, 'এই দলে অনেক কিংবদন্তি রয়েছেন। এই জার্সি তাদের প্রতি শ্রদ্ধা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় ইতিহাসকে স্মরণ করার একটি উপায়। আমাদের লক্ষ্য এবার শিরোপা জয়।'
এটি ডব্লিউসিএলের দ্বিতীয় আসর। গত বছর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও অংশ নিচ্ছে আগের সেই ছয় দল: ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।
১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের চারটি ভেন্যুতে হবে মোট ১৮টি ম্যাচ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের নেতৃত্বে পাকিস্তান ৫ রানে হারিয়েছে এউইন মরগান ও অ্যালিস্টার কুকের ইংল্যান্ডকে।
বিডি প্রতিদিন/মুসা