ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (উলভস) তাদের সাবেক ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে অন্তর্ভুক্ত করেছে ক্লাবের হল অব ফেমে।
মাত্র ২৮ বছর বয়সে স্পেনের থামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জোতা। মৃত্যুর মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের সঙ্গী সারা রুটকে বিয়ে করেছিলেন তিনি। ওই দুর্ঘটনায় জটার সঙ্গে প্রাণ হারান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা, তিনিও ছিলেন একজন পেশাদার ফুটবলার।
জোতার প্রতি সম্মান জানিয়ে উলভস জানিয়েছে, ক্লাবের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় করে রাখতে তাকে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হল অব ফেমে জায়গা দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন কিংবদন্তি ফুটবলার বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুল-এর মতো ব্যক্তিত্বরাও।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত উলভসের হয়ে খেলেছেন জোতা। ক্লাবটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সময়, ২০১৮ সালে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার অভিযানে বড় ভূমিকা রাখেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। পরে তিনি যোগ দেন লিভারপুলে।
জোতার স্মরণে লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামের পাশে একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, তার প্রতি চূড়ান্ত শ্রদ্ধা জানিয়ে ২০ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসরে নেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। এখন থেকে লিভারপুলের পুরুষ বা নারী দলের কোনো স্তরেই এই নম্বর আর ব্যবহার করা হবে না।
বিডি প্রতিদিন/মুসা