বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ রবিবার (২০ জুলাই) প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের মুখোমুখি হবে সালমান আলি আগা ও খুশদিল শাহরা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন বাংলাদেশের চারজন এবং পাকিস্তানের দুইজন। পাকিস্তানের প্যানেলে রয়েছেন দেশটির সাবেক দুই ক্রিকেট তারকা রমিজ রাজা ও আমির সোহেল। তারা এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য আন্তর্জাতিক সিরিজে ধারাভাষ্য দিয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজেও আমির সোহেল ধারাভাষ্যকার হিসেবে যুক্ত ছিলেন।
বাংলাদেশের ধারাভাষ্যকারদের মধ্যে আছেন নিয়মিত মুখ ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। দেশের হয়ে ধারাভাষ্যে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ ধারাভাষ্যকার শামীম চৌধুরী।
এছাড়া নতুন প্রজন্মের দুই ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ ও মাজহারউদ্দিন অমিও এই সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগেও তারা আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়ে প্রশংসিত হয়েছেন।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ধারাভাষ্যকার প্যানেল: আতহার আলী খান, রমিজ রাজা, শামীম চৌধুরী, আমির সোহেল, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ।
বিডি প্রতিদিন/জামশেদ