দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও সাবেক সার্বিয়ান টেনিস চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন ইভানোভিচের প্রতিনিধি ক্রিশ্চিয়ান শার্টৎস।
বিচ্ছেদের কারণ হিসেবে জানানো হয়েছে, 'অমীমাংসিত মতপার্থক্য'। যদিও এই তারকা দম্পতির কেউই ব্যক্তিগত বিষয়ে মুখ খুলতে চাননি, তবে আইনজীবীর মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে এই সময়টিতে যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।
২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস বিশ্বে আলোড়ন তুলেছিলেন ইভানোভিচ। একই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেন তিনি। ২০১৬ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান। ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে সম্পর্কে জড়ান জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগারের সঙ্গে, আর ২০১৬ সালে ইতালির ভেনিসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তিন সন্তান নিয়ে গড়ে ওঠে তাঁদের সংসার।

তবে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই জুটির মাঝে। সাম্প্রতিক বছরগুলোয় ইভানোভিচ সন্তানদের নিয়ে বেশিরভাগ সময় কাটান নিজ দেশ সার্বিয়ায়, আর শোয়াইনস্টাইগার কাজের সূত্রে অধিকাংশ সময় থাকেন দেশের বাইরে। সাবেক এই ফুটবলার বর্তমানে টেলিভিশনে ফুটবল বিশ্লেষকের দায়িত্ব পালন করছেন।
এ বছরের শুরুতে ব্রিটিশ সংবাদমাধ্যম 'মেইল স্পোর্টস' জানিয়েছিল, বাস্তিয়ান-আনার সম্পর্ক গভীর সংকটে রয়েছে। এর প্রধান কারণ হিসেবে উঠে আসে তাঁদের ভিন্ন জীবনধারা ও পেশাগত ব্যস্ততা। সেই জল্পনা সত্যি করে শেষমেশ আলাদা পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় ক্রীড়াদম্পতি।
এদিকে জার্মান সংবাদমাধ্যমের দাবি, শোয়াইনস্টাইগারের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিতও পাওয়া গেছে। গত জুনে স্পেনের মায়োর্কায় এক বুলগেরিয়ান নারী, সিলভার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। এমনকি তাঁদের একসঙ্গে মরক্কো সফরের খবরও উঠে এসেছে গণমাধ্যমে।
বিডি প্রতিদিন/মুসা