বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ হার মেনে নিতে পারছে না পাকিস্তান। মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কোচিং স্টাফদের সিদ্ধান্ত ও নেতৃত্ব। এই হতাশার মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসনের ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে তিনি লিখেছেন,'মাইক হেসন একজন তৃতীয় শ্রেণির কোচ, যিনি সঠিকভাবে একাদশও নির্বাচন করতে জানেন না।'
তানভীরের মতে, পুরো সিরিজজুড়েই হেসনের কৌশল ছিল 'সন্দেহজনক' এবং তিনি জানেন না কিভাবে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে হয়। দ্বিতীয় ম্যাচে ব্যর্থতা, বিশেষ করে ব্যাটিং ও বোলিং সমন্বয়ের ঘাটতির জন্য সরাসরি হেসনকেই দায়ী করেছেন এই সাবেক পেসার।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারায় পাকিস্তানকে, ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে লাল-সবুজরা। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র ১৩৩ রান করে অলআউট হয়ে গেলেও, জাকের আলীর ৫৫ রানের সাহসী ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়াল, সালমান মিরজা ও আব্বাস আফ্রিদি সমান ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস ছিল বিপর্যয়ের নামান্তর। ফাহিম আশরাফ একমাত্র ব্যতিক্রম, ৩২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। বাকিরা ব্যর্থ হন দায়িত্ব নিতে, এমনকি সাতজন ব্যাটার ডাবল ফিগারেও পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের বোলিং ইউনিট আবারও প্রশংসা কুড়িয়েছে। শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিবের ঝুলিতে ২টি করে উইকেট। মুস্তাফিজ ও রিশাদ হোসেন ম্যাচের শেষ দিকে কাজ শেষ করেন দক্ষতায়।
বিডি প্রতিদিন/মুসা