রিয়াল মাদ্রিদের উদীয়মান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক ফের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগতে থাকা এই ১৯ বছর বয়সী তারকা অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আর মাঠে ফিরতে পারছেন না বলে জানিয়েছে ইএসপিএন।
গত মে মাসে সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এনদ্রিক। এরপর যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের আগে অনুশীলন ক্যাম্পে ফেরেন তিনি, তবে সেখানে পুনরায় একই ইনজুরিতে আক্রান্ত হন। বর্তমানে পুনর্বাসনের প্রক্রিয়ায় তিনি আবারও একদম শুরু থেকে ফিরে গেছেন এবং তাকে ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে খুব বেশি সময় মাঠে কাটাতে না পারলেও, যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই আলো ছড়িয়েছেন এনদ্রিক। তিনি লা লিগায় ২২ ম্যাচে অংশ নেন, মাত্র ৩৫৪ মিনিট মাঠে থেকে একটি গোল করেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে একটি এবং কোপা দেল রে’তে পাঁচটি গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এ মৌসুমে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত ছিলেন এনদ্রিক। তবে একের পর এক ইনজুরি তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে নতুন মৌসুমে ওসাসুনা, রিয়াল ওভিয়েদো, রিয়াল মায়োর্কা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম চারটি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। এছাড়া আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না।
বিডি প্রতিদিন/মুসা