টিম ইন্ডিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসার নাম মোহম্মদ সিরাজ। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের নির্ভরযোগ্য বোলার হিসেবে। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ম্যানচেস্টারে মাঠে নামলেই পূর্ণ করবেন নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ।
শুধু ম্যাচের সংখ্যাতেই নয়, উইকেটের দিক থেকেও আরেকটি অর্জনের কাছাকাছি সিরাজ। এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯৮টি। অর্থাৎ, মাত্র দুটি উইকেট পেলেই সিরাজ পৌঁছে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবে।
মোট ৯৯ ম্যাচে সিরাজের উইকেট সংখ্যা ১৯৮টি, গড় ২৮.৫৩। পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার ঝুলিতে। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি, যদিও টি-টোয়েন্টিতে এখনও বড় স্পেল দেখাতে পারেননি।
সিরাজ শুধু বল হাতে নয়, ধীরে ধীরে ব্যাটিংয়েও উন্নতির চেষ্টা করছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও তিনি বেশ সচেতন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানান, 'উপরওয়ালার আশীর্বাদে এখনও ঠিকঠাক ওয়ার্কলোড সামলে নিচ্ছি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করছি।'
বিডি প্রতিদিন/মুসা