জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য দুই লাখ টাকা সহায়তা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়। ঋতুপর্ণার বড় বোন পাম্পী চাকমার হাতে নগদ ২ লাখ টাকার চেক তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, জেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এস এম মান্না এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হারুনুর রশিদ লিটন।
জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, 'ঋতুপর্ণা চাকমা পাহাড়ের রত্ন, দেশের গর্ব। তিনি দেশের হয়ে খেলছেন, সম্মান বয়ে এনেছেন। তার মায়ের অসুস্থতার খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে আমরা এই সহায়তা দিয়েছি। এমন একজন রত্নগর্ভা মায়ের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজের সবার সহযোগিতাও এ সময় প্রয়োজন।'
বিডি প্রতিদিন/মুসা