স্পিনার কেশব মহারাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। বল হাতে ৩৩ রানে ৫ উইকেট নেন মহারাজ।
কেয়ার্নসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯২ রানের উদ্বোধনী জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। ৩৩ রান করে ১৭তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রায়ান রিকেলটন।
হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন আরেক ওপেনার আইডেন মার্করাম। ৯টি চারে ৮২ রান করেন তিনি।
দলীয় ১৩১ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে মার্করাম ফেরার পর দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন অধিনায়ক তেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটস্কি। তৃতীয় উইকেটে ৯৮ বলে ৯২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পথ তৈরি করেন তারা। তাদের জুটিতে ৩৯তম ওভারেই ২২৩ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা।
বাভুমা ৬৫ ও ব্রিটস্কি ৫৭ রানে ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ এনে দেন ওয়াইন মুল্ডার। ২৬ বলে ৩১ রান করেন তিনি। স্পিনার ট্রাভিস হেড ৫৭ রানে ৪ উইকেট নেন।
২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ বলে ৬০ রানের সূচনা করে অস্ট্রেলিয়া। ২৭ রান করা অসি ওপেনার হেডকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার প্রেনেলান সুব্রায়েন।
এরপর ৬১ থেকে ৮৯ রানের অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ তৈরি করেন মহারাজ। মার্নাস লাবুশেনকে ১, ক্যামেরুন গ্রিনকে ৩, জশ ইংলিশকে ৫, অ্যালেক্স ক্যারিকে শূন্য ও অ্যারন হার্ডিকে ৪ রানে শিকার করেন মহারাজ।
৮৯ রানে ৬ উইকেট পতনে হারের শঙ্কায় পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক মিচেল মার্শ। সপ্তম উইকেটে বেন ডোয়ারশিষকে নিয়ে ৭১ রান যোগ করেন মার্শ।
ডোয়ারশিষকে ৩৩ রানে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার নান্দ্রে বার্গার। কিছুক্ষণ পর মার্শকেও বিদায় দেন বার্গার। ১০টি চারে ৮৮ রান করেন মার্শ।
মার্শ ফেরার পর ৪০.৫ ওভারে ১৯৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
মহারাজ ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নেন। ৪৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন মহারাজ।
আগামী ২২ আগস্ট সিরিজের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।
বিডি প্রতিদিন/নাজিম