কলকাতার বাজারে এয়ারটেল নিয়ে এল 4G ইন্টারনেট কানেকশন। গত মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে একথা ঘোষণা করলেন এয়ারটেলের সিইও পিডি শর্মা।
তিনি বলেন, 'সাধারণ ইন্টারনেট কানেকশনে একটি সিনেমা ডাউনলোড করতে সময় লাগে কমপক্ষে এক ঘণ্টা। কিন্তু এয়ারটেলের এই নতুন 4G-র মাধ্যমে ১০টি সিনেমা ডাউনলোড করা যাবে মাত্র ৩০ মিনিটে৷'
যারা অ্যাপেল আইফোন ব্যবহার করেন, তাঁরা শুধুমাত্র নিজেদের নিকটস্থ এয়ারটেল শো-রুমে গিয়ে সিম কার্ডটির ক্ষমতা বাড়িয়ে নিলেই বিদ্যুৎ গতি সম্পন্ন এই 4G কানেকশনটি উপভোগ করতে পারবেন বলেই জানান পিডি শর্মা।