'নেক্সট ইউনিট অব কম্পিউটিং' (এনইউসি) পিসি নামে ইনটেল বাজারে আনল চার ইঞ্চির পিসি। সংস্থার তরফে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছোট ও পাতলা অন্য যেকোনো পিসি’র থেকে এই এনইউসি পিসি ভালো ও দ্রুত কাজ করবে। এনইউসি এই পিসির মাপ চার ইঞ্চি বাই চার ইঞ্চি৷
এই পিসি প্রয়োজন অনুযায়ী হোম থিয়েটার, মিডিয়া সার্ভার বা পার্সোনাল ক্লাউড স্টোরেজ হিসেবেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ইনটেল-এর তরফে জানান হয়েছে, বাজারে এনইউসি-র হট কেকের মতো বিকিয়েছে। আকারে ছোট হওয়ার পাশাপাশি এই পিসিতে আছে গেমিং ও বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা৷
ইনটেল এনইউসি দুই ধরনের পিসি বাজারে এনেছে। একটি হচ্ছে বোর্ড এবং আরেকটি কিট। এই মডেলের আনুমানিক দাম প্রায় ৮০০ মার্কিন ডলার।