সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক তার প্রায় সত্তর হাজার ব্যবহারকারীর উপর একটি মানসিক পরীক্ষা চালিয়েছে। আবেগের মুখোমুখি হলে ব্যবহারীদের নিজস্ব পোস্টিংয়ের ধরনে কোনো পরিবর্তন আসে কিনা তা জানতে এ পরীক্ষাটি চালানো হয়েছিল। ব্যবহারকারীদের না জানিয়েই ফেসবুক যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে এ পরীক্ষাটি চালিয়েছিল। আর এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। খবর বিবিসির
যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোর করনেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এ পরীক্ষায় জড়িত ছিল।
তবে উক্ত পরীক্ষায় ব্যবহারকারীদের কোনো অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়নি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করা হয়নি বলে ফেসবুক জানিয়েছে।
ফেসবুুক জানায়, 'পরীক্ষায় ব্যবহৃত কোনো তথ্যই কোনো নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়।'