আসছে অ্যাপলের স্মার্টওয়াচ-আইওয়াচ। সেপ্টেম্বরেই বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি জানিয়েছে। এর আগে অ্যাপলের পরিধানযোগ্য প্রথম আইওয়াচটি অক্টোবরে বাজারে আনার কথা বলা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।
সম্প্রতি মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে বলা হয়, আইওয়াচের দাম হবে মাত্র তিনশ' ডলার। আর বিশেষজ্ঞদের ধারণা, প্রতি বছর বিশ্ববাজারে এই আইওয়াচ বিক্রি হবে অন্তত ৬ কোটি।
প্রতিবেদনে জানানো হয়, আইফোন-৬ এ যে গ্লাস ব্যবহার করা হবে, আইওয়াচেও একই গ্লাস ব্যবহার করা হবে। গ্রাহকের চাহিদা বিবেচনায় নিয়ে অ্যাপল তাদের নতুন পণ্য আইওয়াচ তৈরি করছে বিভিন্ন আকারে। নানা আকারের এ আইওয়াচে নতুনত্ব ও বৈচিত্র্য বেশ চমকপ্রদ।
কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সম্বলিত এ আইওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে। এছাড়া ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।